তিনটি পত্রিকা বন্ধ করে দিয়েছে ইরান

ইরানের সরকার সে দেশের তিনটি পত্রিকা বন্ধ করে দিয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা গতকাল মঙ্গলবার জানায়, কোনো ধরনের কারণ না দেখিয়েই ওই পত্রিকাগুলোর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা আইএলএনএ জানিয়েছে, ফারহাং অ্যাশদি এবং আরমান পত্রিকা বন্ধ করা হয়েছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, তাহলিল রুজ পত্রিকাটিকেও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সংবাদপত্র তত্ত্বাবধায়ক কমিশন পত্রিকাগুলো বন্ধের নির্দেশ পাঠায়।
ফারহাং অ্যাশদি পত্রিকার পরিচালক ইমামি নাসিরি জানান, তাঁরা তিন মাস আগে পত্রিকাটি প্রকাশনা শুরু করেন। এর মধ্যেই কমিশন ফ্যাক্স পাঠিয়ে এটি বন্ধের নির্দেশ দেয়। কবে এই নির্দেশনা পাঠানো হয়, এ ব্যাপারে তিনি কিছু জানাননি। তাহলিল রুজ পত্রিকার প্রধান বাহম্যান হাগাতনিয়ান জানান, কোনো কারণ না দেখিয়েই কমিশন পত্রিকাটি বন্ধ করে দিয়েছে।

No comments

Powered by Blogger.