কিম জং ইলের ছোট ছেলে উত্তর কোরিয়ার ভবিষ্যত্ নেতা!

ভবিষ্যতের নেতা হিসেবে তৈরি করতে উত্তর কোরীয় নেতা কিম জং ইলের ছোট ছেলেকে ক্ষমতাসীন দলের একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতার উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার সিউলের একটি বার্তা সংস্থা এ কথা জানিয়েছে। দক্ষিণ কোরীয় পত্রিকা জুংআং ইলবোর প্রতিবেদনেও একই দাবি করা হয়েছে।
বার্তা সংস্থা জুংআং জানায়, কিম জং ইলের ছেলে কিম জং উনকে দলের উপপরিচালক পর্যায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে।
গত আগস্ট মাসে ৬৭ বছর বয়সী কিম জং ইল মস্তিষ্কের স্ট্রোকে আক্রান্ত হন। এর পর থেকেই খবর ছড়ায়, তিনি তাঁর ছোট ছেলেকে নিজের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে গতকালই প্রথম খবর প্রকাশিত হয়েছে। উত্তর কোরিয়া বরাবরই তার উত্তরসূরির ব্যাপারে গোপনীয়তা রক্ষা করে আসছে।

No comments

Powered by Blogger.