হায়দরাবাদ একাদশে মোস্তাফিজ

বাংলাদেশ দল শ্রীলংকা সফরে থাকায় এবারের আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। এবারের আসরে খেলবেন কিনা, এ নিয়ে সংশয় ছিল। সব সংশয় দূর করে মঙ্গলবার ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন মোস্তাফিজ। বিকাল ৫টায় ফ্লাইট হলেও দুপুরেই রওনা হন তিনি মিরপুর থেকে। কলকাতা হয়ে কাল রাতেই মুম্বাই পৌঁছান তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ সানরাইজার্স হায়দরাবাদের তৃতীয় ম্যাচ। এই ম্যাচেই মাঠে নামছেন বাঁ-হাতি পেসারের।
আজ (বুধবার) সানরাইজার্স হায়দরাবাদের একাদশে তার নাম রয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুরে বিসিবি একাডেমি ভবন ছাড়ার আগে মোস্তাফিজ সংবাদ মাধ্যমকে জানিয়ে গেছেন, এবারের আইপিএলে আরও ভালো করতে চান। গত আসরে হায়দরাবাদের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই পেসারের বক্তব্য, ‘গতবারের চেয়েও ভালো করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভালো করতে পারি।’ আইপিএলের গত আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। গতবার নতুন হওয়ায় খানিকটা অস্বস্তি ছিল, এবার সেটা নেই। নিজ মুখেই বললেন সে কথা, ‘প্রথমবার সবই ছিল অচেনা। এবার তো প্লেয়ার, ড্রেসিংরুম, মাঠ- সবই চেনা। এবার আরও সহজ হবে আইপিএল খেলা। দলে জায়গা পেলে নিজের সেরাটা দিতে চাই।’

No comments

Powered by Blogger.