ভেনিজুয়েলায় বিক্ষোভ : কিশোরসহ নিহত ২

রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে থাকা ভেনিজুয়েলায় বিক্ষোভ চলাকালে এক কিশোরসহ দু'জন নিহত হয়েছে। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। মঙ্গলবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় নগরী বারকুইসিমেতোয় ১৪ বছর বয়সী ওই কিশোর ও অপর এক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়। স্থানীয় সরকার এই ঘটনার জন্য বিক্ষোভকারীদের দায়ী করেছে। এদিকে গত সপ্তাহের বিক্ষোভে দুই ছাত্র প্রাণ হারিয়েছে।
দেশটিতে চলমান অর্থনৈতিক সঙ্কটের মাত্রা বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ছে। তিনি দেশটিতে স্বৈরতন্ত্র কায়েম করেছেন বলে সরকার বিরোধীরা অভিযোগ করছে। মঙ্গলবার ভোরে ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য বলিভারে তিনি একটি সামরিক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। শুক্রবার সর্বশেষ সরকার-বিরোধী বিক্ষোভ হয়। বিরোধী দলীয় নেতা হেনরিক কাপ্রিলেসকে ১৫ বছরের জন্য প্রকাশ্যে জনসভা করতে না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভটি হয়।

No comments

Powered by Blogger.