দুই পাক কমান্ডোকে বাঁচাল ভারতীয় নৌবাহিনী

পাকিস্তানের দু’জন মেরিন কমান্ডোকে বাঁচালেন ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। বুধবার গুজরাট উপকূলে ভারতীয় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গিয়েছিল পাকিস্তানি কমান্ডোদের বহনকারী নৌকাটি। এ সময় নৌকাটিতে ছয়জন পাকিস্তানি কমান্ডো ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে তিনজন ডুবে মারা গেছেন, একজনের হদিস নেই। নিহত কমান্ডোদের মরদেহ পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর এনডিটিভির। পাকিস্তানি নৌকাটি জেলেদের সাতটি নৌকা তাড়া করছিল।
তারা গুজরাট উপকূলে মাছ ধরছিল। এদের একটি নৌকা পাকিস্তানি নৌকাটিকে আঘাত করলে ডুবে যায়। এ সময় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ অরিঞ্জয় ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনা এমন সময় ঘটল যখন ভারতের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের ফাঁসির রায় নিয়ে পাকিস্তানের সঙ্গে দেশটির বিরোধ বেড়েই চলেছে। যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগ মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

No comments

Powered by Blogger.