কিমকে বাঁচাতে দেড় লাখ সৈন্য পাঠিয়েছে চীন

উত্তর কোরিয়ার সাথে সুহৃদ সম্পর্ক চীনের। পিয়ংইয়ংয়ের একমাত্র ভরসার কূটনৈতিক বন্ধু। এমন বন্ধুকে রক্ষায় তৎপর চীনা গণফৌজ সীমান্তে বিশেষ অবস্থান নিয়ে ফেলেছে। আন্তর্জাতিক মহলের ধারণা, উত্তর কোরিয়া বিপদে পড়লেই চীনা বাহিনী দ্রুত সাহায্যে এগিয়ে যাবে। যদিও উত্তর কোরিয়ার সীমান্তে বিশেষ সেনা মোতায়েনের সংবাদ অস্বীকার করেছে চীন।  কোরীয় উপদ্বীপ অঞ্চলের রাজনৈতিক উত্তাপ প্রবল। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নৌবাহিনী পাঠানোর পরই অতি তৎপরতা লক্ষ্য করা গেছে জাপানের।
তারাও মার্কিন প্রশাসনের পাশে এসেছে। অন্যদিকে তীব্র পরমাণু হামলার হুমকি দিয়েছেন উত্তর কোরিয় নেতা কিম জং উন। এরই মাঝে দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার পূর্ব সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করেছে চীন। যদিও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি উড়িয়ে দিয়েছে। কিমের হামলা রুখতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। সীমান্তে বিশাল ট্যাংক বাহিনী মোতায়েন করেছে সিওল। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিতে পারেন। পরিস্থিতি ঠাণ্ডা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলোচনা করেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং।

No comments

Powered by Blogger.