বিডিআর বিদ্রোহ মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন

বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় নিম্ন আদালতের দেয়ার রায়ের বিরুদ্ধে দেয়া ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বৃহস্পতিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ শুনানি নিয়ে মামলটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে এই মামলায় ১৫১ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির ডেথ রেফারেন্স ও আরও কয়েক শ' আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের ওপর ৩৭০ কার্যদিবস শুনানি অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.