দিনটি ছিলো না মুস্তাফিজের

আইপিএলে বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে চার উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে হায়দরাবাদের করা ১৫৮ রান ৮ বল বাকি থাকতেই টপকে গেছে রোহিত শর্মার দল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই রানের চাকা সচল রাখে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। হায়দরাবাদের বোলাদের বেশির ভাগই ছিলেন অসহায়। দ্বিতীয়বারের মত আইপিএল খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানেরও ভালো যায়নি আজকের দিনটি। প্রথম ওভারে ১৯ রান দেয়ার পর দ্বিতীয় ওভারে দিয়েছেন এগারো। সব মিলে ২ দশমিক চার ওভারে দিয়েছেন ৩৪ রান। এছাড়া আশিষ নেহরা, দিপক হুদা, বেন কাটিংও ছিলেন খরুচে। পেসার ভূবনেশ্বর কুমার ও আফগান লেগ স্পিনার রশিদ খান যা একটু দেখেশুনে খেলতে বাধ্য করেছেন মুম্বাইয়ের ব্যাটসম্যনাদের। ভূবনেশ্বর ২১ রানে ৩টি ও রশিদ ১৯ রানে ১টি উইকেট নিয়েছেন।
মুম্বাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার পার্থিব প্যাটেল ২৪ বলে ৩৯, নিতিশ রানা ৩৬ বলে ৪৫ ও ক্রুনাল পান্ডিয়া ২০ বলে ৩৭ রান করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার আর শেখর ধাওয়ানের ঝড়ো সূচনার পরও নিজেদের তৃতীয় ম্যাচে বড় স্কোর পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা এদিন রীতিমত ধসিয়ে দিয়েছে ওয়ার্নারের দলের মিডল অর্ডার। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৮১ রান তুলে ডেভিড ওয়ার্নার আউট হওয়ার সময়ও হায়দরাবাদের স্কোর দুইশো পার হবে বলেই মনে হয়েছিল কিন্তু মিডল অর্ডারে বেন কাটিং(২০) ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌছতে পারেনি। নির্ধারিত ২০ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের পক্ষে জাশপ্রিত বুমরাহ ৩টি ও হরভজন সিং ২টি উইকেট নিয়েছেন।

No comments

Powered by Blogger.