রোনাল্ডোর সেঞ্চুরিতে স্বপ্ন-যাত্রা রিয়ালের

উয়েফা ক্লাব প্রতিযোগিতায় ইতিহাস লিখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ফের একবার বুঝিয়ে দিলেন সবুজ গালিচার চলমান কিংবদন্তি তিনি৷ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম লেগে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ৷ প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেও বায়ার্নের ঘরের মাঠ অ্যালায়েঞ্জ এরিনা থেকে ২-১ জয় ছিনিয়ে আনল রিয়াল৷ সৌজন্যে সিআর সেভেন৷ জোড়া গোল করে ইতিহাস লিখলেন তিনি৷ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে ১০০টি গোল করা হয়ে গেল তার৷ রোনাল্ডোই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এই নজির গড়লেন৷ রিয়ালের এই জয় সেমিফাইনালের দিকে তাদের এক ধাপ এগিয়ে রাখল৷
ম্যাচের ২৫ মিনিটে আর্তুরো ভিদালের গোলে অ্যালায়েঞ্জ এরিনা সেলিব্রশনে মেতে ওঠে৷ এরপর অবধারিত আরও এক গোল পেতে পারত বায়ার্ন৷কিন্তু ভিদাল পেনাল্টি মিস করে৷ প্রথমার্ধের বায়ার্নের যাবতীয় অ্যাকশন দ্বিতীয়ার্ধে একা দায়িত্ব নিয়ে থামিয়ে দিলেন সিআর সেভেন৷ শুধু বায়ার্নের জার্সিতে ফের একজন নিজের জাত চেনালেন৷দুর্দান্ত কিছু সেভ করে ম্যানুয়েল নয়্যার বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন৷ ম্যাচের ৪৭ মিনিটে ড্যানি কার্ভাহালের কাট ব্যাক ধরে সিআর সেভেন ফটো ফিনিশ গোল করলেন৷ ম্যানুয়েল নয়্যারের কিছু করার থাকল না৷ম্যাচের ৭৭ মিনিটে বায়ার্নের হৃদস্পন্দন বন্ধ করে দিলেন সিআর সেভেন। মার্কো আসেনসিওর ক্রসে পা বাড়িয়ে বুটের তলা দিয়ে বল জালে পাঠিয়ে তুলে নেন চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ৯৭তম গোল। আর উয়েফার ক্লাব প্রতিযোগিতার হিসেবে সব মিলিয়ে পূর্ণ হল গোলের শতক৷আর পুরোটাই রিজার্ভ বেঞ্চে বসে দেখলেন রোনাল্ডোর প্রাক্তন গুরু কার্লো অ্যানসেলোত্তি৷ কারণ সিআর সেভেন কী ধাতু দিয়ে গড়া সেটা তার খুব ভালোভাবেই জানা আছে৷ টুর্নামেন্টের ১১ বারের চ্যাম্পিয়নরা ফের একবার ট্রফির স্বপ্ন দেখাতে শুরু করে দিল৷

No comments

Powered by Blogger.