'ভারত দুর্বল হলে, বাংলাদেশও দুর্বল হবে'

‘বিগ থ্রি’ থেকে বের হয়ে টেস্ট মর্যাদাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রাজস্ব অর্থ সমবন্টনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব টেস্ট খেলুড়ে দেশগুলো প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে একমত হলেও দ্বিমত ছিল ভারতের। তবে এর পিছনে শক্তিশালী কারণ ছিল তাদের। ক্রিকেটে সবচেয়ে বেশি বিনিয়োগ করে ভারত। তাই, স্বভাবতই অর্থ সমবন্টনে তারা খুশি হবে না। এদিকে আইসিসির এমন প্রস্তাবকে আরো গোছানোর কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার আইসিসির ওয়ার্কিং কমিটির একজন সদস্য হিসেবে বিসিসিআইয়ে প্রধান অ্যাডমিনিস্টেটর ভিনোদ রায়ের সাথে সাক্ষাৎ করেন নাজমুল হাসান পাপন। আসন্ন মে মাসে আইসিসির সভায় বিবেচ্য কিছু বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আলোচনা শেষে আইসিসির রাজস্ব অর্থ সমবন্টনের বিষয়টি নিয়ে কথা বলেন পাপন। তিনি মনে করেন, আইসিসির এমন সিদ্ধান্তে ভারত দুর্বল হবে, আর তারা দুর্বল হলে বাংলাদেশও দুর্বল হবে! রাজস্ব অর্থ সমবন্টন নিয়ে পাপন বলেন, “আইসিসির রাজস্বের ব্যাপারে সমাধানের জন্য সবাই চেষ্টা করছে। আমি চাই না কোনো সদস্য দেশের ক্ষতি হোক। বিশেষ করে ভারত, যারা আমাদের সমর্থনে সব সময় কাজ করেছে। ফলে যদি ভারত দুর্বল হয়, তবে আমরাও দুর্বল হবো।”

No comments

Powered by Blogger.