ঝালকাঠিতে শিক্ষকের উপর হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে সোহাগ পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিনের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষক সমাজ। আজ বৃহস্পতিবার সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। গত ২ এপ্রিল কমিটি গঠনকে কেন্দ্র করে স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল বারেক হাওলাদার ও তার সহযোগীরা হামলা চালিয়ে গিয়াস উদ্দিনকে আহত করে। মানববন্ধন চলাকালে রাজাপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এ কে আজাদ দ্রুততম সময়ের মধ্যে নির্যাতনকারী আব্দুল বারেক হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি মোহসীন উদ্দিন, শিক্ষক নেতা আফরোজা আক্তার, রিয়াজ হোসেন, লুৎফর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। এ সময় শিক্ষকরা অভিযুক্ত আব্দুল বারেক হাওলাদার ও তার সহযোগীদের বিচারের দাবি জানিয়ে শ্লোগান দেন। পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরারবর ওই শিক্ষকের নিরাপত্তা ও অন্যত্র বদলীরা ব্যবস্থার দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

No comments

Powered by Blogger.