নর্দমা খুঁড়তে বের হলো ১১টি মর্টার শেল

নগরীর দরগা মহল্লা এলাকায় নর্দমা খননকালে ১১টি মর্টার শেলের সন্ধান পেয়েছে ড্রেন খননকারী শ্রমিকরা। পরে মর্টার শেলগুলো উদ্ধার করে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে কতোয়ালী থানা ওসি গৌছ ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব সেখানে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।
সূত্র জানায়, নগরীতে পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন খনন করে ড্রেনের গভীরতার কার্যক্রম চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। কার্যক্রমের অংশ হিসেবে দরগা মহল্লায় মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের নিকটে ড্রেন করার সময় কর্মরত শ্রমিকরা মর্টার শেলগুলো দেখতে পান।পরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ধারণা করছে, মুক্তিযুদ্ধ চলাকালে মর্টার শেলগুলো সেখানে পুঁতে রাখা হয়েছিল। ওসি গৌছ জানান, মর্টার শেলগুলো পরীক্ষা করার জন্য র‌্যাবের বোম বিশেষজ্ঞ ইউনিটকে জানানো হয়েছে। তারা পরীক্ষা করে মর্টার শেলগুলোর অবস্থা জানাবেন।

No comments

Powered by Blogger.