ইরানের সতর্কবার্তা



ইরানের পরমাণু সমঝোতা অনুমোদন করে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাস হয়েছিল তেহরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে তা লঙ্ঘন করেনি। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাথে পরমাণু সমঝোতার কোনো সম্পর্ক নেই। পাশ্চাত্যের সাথে স্বাক্ষরিত ওই সমঝোতায় ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে কোনো কথা নেই।
এ ছাড়া, ওই সমঝোতা অনুমোদন করে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে যে ২২৩১ নম্বর প্রস্তাব অনুমোদিত হয়েছিল তাতেও ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোনো কথা বলা হয়নি। ইরান তার জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে যাবে বলেও সতর্ক করে দেন বাহরাম কাসেমি।

No comments

Powered by Blogger.