নাফ নদীতে বিজিবির সঙ্গে গোলাগুলি, নারী নিহত

কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকার জলসীমায় বিজিবি ও ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ে এক নারী নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম (৪২) মিয়ানমারের নাগরিক। আর আহত গুলিবিদ্ধরা হলেন- রশিদা বেগম (২৮), মনজুমা বেগম (৪৩), মুহাম্মদ শফিক (২৯) ও মুহাম্মদ কাশেম (৫০)। বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রকিবুল হক এসব তথ্য দেন।
তিনি বলেন, রাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে বাংলাদেশী জলসীমা অতিক্রম করছিল একটি নৌকা। সেটিকে চ্যালেঞ্জ করলে বিজিবিকে লক্ষ্য করে নৌকা থেকে গুলি ছুড়া হয়। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালালে তিন নারী ও দুই পুরুষ গুলিবিদ্ধ হন। পরে নৌকাটি থেকে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক জাহেদা বেগমকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, নৌকায় করে হতাহতরা ইয়াবা পাচার করছিল। তাদের সঙ্গীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে।

No comments

Powered by Blogger.