রাজধানীতে ৩ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ৮

রাজধানীর পৃথকস্থানে তিনটি গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাড়িতে আগুনের ঘটনায় কোন হতাহতের খবর না পাওয়া গেলেও ককটেল বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ফারাবী (২৪), সবুর (২৪), শম্পা আক্তার (২৪), তামান্না (২৪) নিয়াজ হাসানাত (২৩), ইমন (২৩) ও রকিবুল ইসলাম (৩২) পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সূত্র জানায়, সন্ধ্যা পৌঁনে ৭ টায় তেজগাঁও থানাধীন সাতরাস্তা এলাকায় গুলিস্থান টু গাজিপুরগামী একটি যাত্রীবাহী বাসে দৃর্বৃত্তরা আগুন দেয়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭ টায় রমনার সুগন্ধ্যা গেটের সামনে একটি হুলুদ ক্যাবে দুর্বৃত্তরা আগুন দেয়। এই দুটি আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার গোলাম মোস্তফা জানান, রাজধানীতে কোন গাড়িতে আগুনের ঘটনা ঘটেনি। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ফারাবী, সবুর, শম্পা আক্তার ও অজ্ঞাত যুবক আহত হয়। আহত চারজন শহীদ মিনারের সামনে চা পান করছিলেন। প্রায় একই সময় টিএসসির মোড়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তামান্ন, নিয়াজ ও ইমন গুরুতর আহত হন। অন্যদিকে, সন্ধ্যা ৭ টায় মৎস ভবনের সামনে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দৃর্বৃত্তরা। এতে ওই বাসের যাত্রী রকিবুল ইসলাম আহত হন। পথচারীরা আহত ৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে যান।

No comments

Powered by Blogger.