হ্যাপির মামলায় রুবেলের ডিএনএ পরীক্ষার আবেদন

চিত্রনায়িকা হ্যাপীর দায়ের করা মামলায় ক্রিকেটার রুবেল হোসেনের ডিএনএ পরীক্ষার আবেদন করেছে মামলার    তদন্তকারী কর্মকর্তা। গতকাল ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করা হয়। তবে শেষ সময়ে আবেদন করায় গতকাল শুনানী হয়নি। আজ শুনানী শেষে আদালত এবিষয়ে আদেশ দিতে পারেন। গত ১৩ ডিসেম্বর চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী মিরপুর মডেল থানায় জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় হ্যাপী অভিযোগ করেন, রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্কে মিলিত হতে বাধ্য করেছে। মামলা দায়েরের দু’দিন পর রুবেল উচ্চ আদালতে হাজির হয়ে চার সপ্তাহের আগাম জামিন নেন। এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ হ্যাপীকে নিজেদের হেফাজতে নিয়ে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে। পরদিন তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে টেস্ট করানো হয়। সম্প্রতি ফরেনসিক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। ওই প্রতিবেদনে হ্যাপীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হ্যাপীর ফরেনসিক পরীক্ষার উপাদানের সঙ্গে রুবেলের ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে। এজন্য আদালতে একটি আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে আদেশ দিলে রুবেলের ডিএনএ নমুনা নিয়ে হ্যাপীর নমুনার সঙ্গে পরীক্ষা করে দেখা হবে।

No comments

Powered by Blogger.