পল্টন থানায় ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

হরতালের আগের রাতে রাজধানীর পল্টন মোড়ে সচিবালয়ের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বাসে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সোমবার রাতে পল্টন থানায় এ মামলা করে পুলিশ। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ। পল্টন থানার ওসি মোর্শেদ আলম জানান, ২০ দলীয় জোটের হরতালের আগের দিন শনিবার রাতে পল্টন মোড়ে সচিবালয়ের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানা পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং বাসে অগ্নিসংযোগের অভিযোগে একটি নাশকতার মামলা করেছেন। মামলায় ৪৩ জনকে নামীয় ও ৫০ জনকে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

No comments

Powered by Blogger.