হরতালের মধ্যেও চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট চলছে

হরতালের মধ্যেও চারদফা দাবি আদায়ে চুয়াডাঙ্গায় চলছে খুলনা বিভাগ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। বুধবার ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়। হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি পরিবহন ধর্মঘটের করণে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ রুটে সকল প্রকার বাস-ট্রাক টেম্পু চলাচল বন্ধ রয়েছে। জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে তাদের বৈঠকের কথা থাকলেও এখনও বসা হয়নি। উল্লেখ্য, পরিবহন শ্রমিকদের ৩ বছরের পরিবর্তে ৭ বছরের সশ্রম কারাদ-ের বিধান, লাইসেন্স’র নামে বিআরটিএ’র হয়রানি, ফেরিঘাটে সিরিয়ালের নামে শ্রমিক হয়রানি ও হাইওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ১০ জেলায় ৪৮ ঘন্টার এ ধর্মঘট আহবান করে খুলনা বিভাগ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ ।

No comments

Powered by Blogger.