বর্ষবরণের প্রস্তুতি: সিডনির আকাশে দেখা মিলবে মোহনীয় চেহারা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই নতুন বছরের সূচনা। এ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে চলছে উৎসবের প্রস্তুতি। কেউই উৎসবের সবটুকু আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতে রাজি নন। সমুদ্র সৈকত সহ আকর্ষনীয় স্থানগুলোতে তাই আগেভাগেই নিজের ও সঙ্গীদের ভালো আসন নিশ্চিত করতে চলে গেছেন অনেকে। তারা যার যার মতো পছন্দমতো স্থানটি দখলে নিয়েছেন। নতুন বছরকে স্বাগত জানাতে কারো তর সইছে না আর। অস্ট্রেলিয়ার সিডনিতে বিভিন্ন পার্ক, সমুদ্র সৈকত ও অন্য আকর্ষণীয় জায়গাগুলো ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে। ২০১৫ সালের প্রথম মুহূর্তটি উদযাপন করতে লাখো পর্যটক ও স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছেন সেখানে। সিডনির মিসেস ম্যাকোয়ারিজ পয়েন্ট, টারপেয়ান প্রেসিন্ট, সিডনি অপেরা হাউস, ম্যারি বুথের মতো স্থানগুলোতে তিল ধারণের জায়গা নেই। ধারণক্ষমতা পূরণ হয়ে যাওয়ায় এখনই বন্ধ করে দেয়া হয়েছে প্রবেশ পথ। এ খবর দিয়েছে দ্য অস্ট্রেলিয়ান। সিডনির বিখ্যাত পোতাশ্রয়ের চারপাশে আজ রাতে আনুমানিক ১৬ লাখ মানুষ নতুন বছর উদযাপনে জড়ো হবেন। রাত নয়টা থেকে শুরু হবে আতসবাজি। মধ্যরাতে হবে আরেক দফা। এবার সিডনির মধ্যরাতের আকাশে আলোর মোহনীয় রূপ সৃষ্টিতে বিশ্বে প্রথমবারের মতো ব্যবহার করা হবে বিভিন্ন ড্রোন বিমান।

No comments

Powered by Blogger.