শহীদুল আইজিপি বেনজীর র‌্যাবের ডিজি

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম শহীদুল হককে আইজিপি’র দায়িত্ব দেয়া হয়েছে। আর র‌্যাবের মহাপরিচালক (ডিজি)- এর দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ এই দুটি পদে নতুন নিয়োগের আদেশ জারি করা হয়েছে। আদেশটি বুধবার (আজ) থেকেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদে হাইওয়ে পুলিশের ডিআইজি আছাদুজ্জামান মিয়া এবং সিআইডি’র অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশের আইজি পদে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী হাসান মাহমুদ খন্দকার অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকার সাবেক পুলিশ কমিশনার শহীদুল হক। অন্যদিকে র‌্যাবের মহাপরিচালক পদে মোখলেসুর রহমানও অবসরে যাচ্ছেন। অতিরিক্ত আইজিপি মোখলেস কয়েক বছর ধরে র‌্যাব ডিজি’র দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন আইজিপি, র‌্যাবের ডিজি ও ডিএমপি কমিশনারের বাড়ি বৃহত্তর ফরিদপুরে। এর মধ্যে শহীদুলের বাড়ি শরীয়তপুরে, বেনজীরের বাড়ি গোপালগঞ্জে এবং আছাদুজ্জামানের বাড়ি ফরিদপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতকোত্তর ডিগ্রিধারী নতুন আইজিপি শহীদুল হক ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালের ২১শে জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৫৯ সালের ১লা ফেব্রুয়ারি শরীয়তপুরে জন্মগ্রহণ করেন। অতিরিক্ত আইজিপি হিসেবে গ্রেড ওয়ানে পদোন্নতি পান ২০১৩ সালের ১৮ই জুলাই। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসার পর এ পুলিশ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে এসেছিলেন তিনি। সর্বশেষ অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে কাজ করছিলেন তিনি। র‌্যাবের নতুন মহাপরিচালক বেনজীরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি পড়াশোনা করেছেন ইংরেজিতে। ১৯৮৮ সালের ২রা ফেব্রুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি। র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১লা অক্টোবর  গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান ২০১৩ সালের ১০ই অক্টোবর।

No comments

Powered by Blogger.