সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশসহ নিহত ৩

সিরাজগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২ পুলিশসহ আরও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সিরাজগঞ্জ পুলিশ লাইনে কতব্যরত পুলিশ কনস্টেবল বগুড়ার আব্দুল বাছেত ও ভাড়া করা পিকআপের চালক ঢাকার মিরপুরের মফিজুল ইসলাম। অপর যাত্রীর পরিচয় মেলেনি। আহতদের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক জিন্নাহ, কনস্টেবল মনিরুল ইসলামসহ অন্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় বিকল অবস্থায় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী খালেক এন্টার প্রাইজের একটি বাস দাঁড়িয়ে ছিল। ওই বাসটিকে নিরাপত্তা দেয়ার জন্য মহাসড়কের কর্তব্যরত একটি ভাড়া করা পিকআপভ্যানে থাকা পুলিশ সেখানে অবস্থান নেয়। এ অবস্থায় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে পিকআপ ও বাসটিকে স্বজোরে ধাক্কা দিয়ে সেটিও মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে অজ্ঞাত নিহত ব্যক্তি ট্রাকে ছিল। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের অবস্থা আশংকাজনক। দূর্ঘটনায় বাস, পিকআপভ্যান ও ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

No comments

Powered by Blogger.