হিটলারের পরমাণু বাংকার আবিষ্কার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল হিটলারের নাৎসি বাহিনী। সম্প্রতি অস্ট্রিয়ায় এমন একটি ভূতল পরমাণু বাংকার আবিষ্কৃত হয়েছে। সেইন্ট জর্জেন শহরের কাছে ৭৫ একর জায়গা নিয়ে ওই পরমাণু বাংকার নির্মাণ করা হয়েছিল। খবর ডেইলি মেইলের। গত সপ্তাহে শনাক্ত করা ওই বাংকারের মাটিতে উচ্চমাত্রার রেডিয়েশনের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষক, বিজ্ঞানী ও ইতিহাসবিদের সমন্বয়ে বাংকার খনন শুরু করা হয়েছে। বিজ্ঞানী দলের প্রধান আন্ড্রেস সুলজার বলেন, ‘নাৎসিদের সম্ভবত এটাই ছিল সবচেয়ে বড় গোপন অস্ত্র উৎপাদন কারখানা। ধারণা করা হচ্ছে, নাৎসিদের ব্যবহৃত বি-৮ বার্গক্রিস্টাল ও এমই-২৬২ যুদ্ধবিমান তৈরির সঙ্গে এই বাংকারের কোনো সংশ্লিষ্টতা রয়েছে।

No comments

Powered by Blogger.