তুহিন মালিকের বিরুদ্ধে দুই মামলা

সংবিধান নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও টকশো আলোচক ড. তুহিন মালিকের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করা হয়েছে। আজ ঢাকার সিএমএম আদালতে মামলা দুটি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক গোলাম রব্বানী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে মামলা দু’টি এজাহার হিসেবে গণ্য করার জন্য শাহবাগ থানার ওসিকে আদেশ দিয়েছেন। মামলায় অভিযোগে বলা হয়েছে গত ৩০শে নভেম্বর লন্ডনের লিলি গার্ডেন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় ড. তুহিন মালিক যে বক্তব্য দিয়েছেন তা সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদকে কটাক্ষ করা হয়েছে এবং তিনি ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন।

No comments

Powered by Blogger.