ডিসিসি নির্বাচনের প্রস্তুতি নেই ইসির

আগামী জানুয়ারি মাসে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করার প্রস্তুতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। এর আগে সোমবার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ নির্বাচনের তাগিদ দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। এ খবর প্রকাশের পরে আজ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, জানুয়ারিতে এ নির্বাচন কেন করব? আমাকে সময় দিতে হবে। তফসিল ঘোষণার জন্যও প্রস্তুতির দরকার রয়েছে। তিনি বলেন, একথা খুব পরিষ্কার- আমরা অনেক আগে থেকে রেডি। কিন্তু দক্ষিণে যেমন সীমানা বাড়াতে চাইছে, তেমনি উত্তরেও বাড়ানোর প্রস্তাব রয়েছে। এখনও ওপরের চাপ থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুত সীমানা পুননির্ধারণ করে দিয়ে আমাদের অনুরোধ জানাতে পারে। ২০০৭ সালের মে মাসে অবিভক্ত ডিসিসির নির্বাচনের মেয়াদ শেষ হয়। এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময় দুই বার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিলেও তা করা সম্ভব হয়নি। পরে ২০১১ সালের ৩০শে নভেম্বরে ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ ও ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর নামে দুই ভাগ হয় ডিসিসি।

No comments

Powered by Blogger.