ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির

বৃটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ এনেছে। অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, গ্রীষ্মে ফিলিস্তিন-অধ্যুষিত গাজায় ৫০ দিনের ইসরাইলি আগ্রাসনের শেষ ৪ দিন চারটি বহুতল ভবন ধ্বংস করা ছিল আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এ ঘটনায় অবশ্যই তদন্ত হতে হবে বলে মনে করে সংগঠনটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক ফিলিপ লুথার বলেছেন, আমাদের কাছে যতো তথ্য-প্রমাণ আছে, তাতে দেখা গেছে উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিতভাবে এবং সামরিকভাবে ন্যায্য-অন্যায্য বিবেচনা না করেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। তিনি বলেন, স্থল অভিযানে যা ঘটেছে এবং সে সময়ে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্রদের দেয়া বিবৃতি উভয়ই ইঙ্গিত করে ইসরাইলি এ আগ্রাসন গাজার জনগণের জন্য সমষ্টিগত শাস্তি ছিল এবং তাদের অনিশ্চিত জীবিকাকে ধ্বংস করে দেয়ার অভিসন্ধি চরিতার্থ করতেই তা করা হয়েছিল। ফিলিপ লুথার আরও বলেন, যুদ্ধাপরাধের ঘটনাসমূহ অবশ্যই স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থায় দায়ীদের বিচার করতে হবে। এদিকে অ্যামনেস্টির এ বিবৃতির পর ইসরাইলের পক্ষ থেকে প্রাথমিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.