‘টিআইবি কারও এজেন্ডা বাস্তবায়ন করছে’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কারও এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন চুপ্পু। আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক প্রধান অতিথি ছিলেন। সম্প্রতি সারা বিশ্বে একযোগে প্রকাশ হওয়া দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে বলে তথ্য দিয়েছে টিআই। এ রিপোর্টের দিকে ইঙ্গিত করে সাহাবুদ্দিন বলেন, তাদের প্রতিবেদনের কোন ভিত্তি নেই। তিনি বলেন, টিআইবি’র প্রতি জনগণের মনোভাব এক রকম। আপনাদের অন্য রকম। আপনাদের আমরা বন্ধু ভাবি। কারণ দুদক গঠন ও আইন প্রণয়নে আপনাদের ভূমিকা ছিল। আমরা অকৃতজ্ঞ নই। কিন্তু আমাদের বিরুদ্ধে অকারণে কোন কথা বললে প্রতিবাদ করার অধিকার আমাদের আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, আপনারা বলেন, দুদক দায়মুক্তি দিচ্ছে। কিন্তু ভৈরব সেতুর দুর্নীতি থেকে আপনাকে যে অব্যাহতি দেয়া হয়েছে সেটাতো উল্লেখ করেন না। দুদককে দায়মুক্তি কমিশন বলে খালেদা জিয়ার বক্তব্যের ইঙ্গিত করে তিনি বলেন, এ ধরনের কথা বলার আগে আয়নায় আগে নিজের চেহারা দেখুন। প্রধান অতিথির বক্তব্যে আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আগে নিজেদের দুর্নীতিমুক্ত করতে হবে। আলোচনা সভায় দুদক সচিব মাকসুদুল হাসান খান বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.