মাদক গ্রহণের সন্দেহে মেসি!

মাদক গ্রহণের সন্দেহের তালিকায় শীর্ষে রাখা হলো লিওনেল মেসির নাম। এমনটাই ঘটেছে বার্সেলোনার এ আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বার্সেলোনা মাঠে নামবে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-এর বিপক্ষে। এর আগে সোমবার বার্সেলোনার কয়েকজন খেলোয়াড়ের মাদক গ্রহণের সন্দেহে তালিকা করে ইউয়েফার মাদক নিয়ন্ত্রণ সংস্থা এইটিএসএডি (স্প্যানিশ এজেন্সি ফর প্রটেকশন অব হেলথ ইন স্পোর্টস)। সংস্থার কর্মকর্তারা বার্সেলোনার অনুশীলনে হাজির হয়ে লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ, ক্লদিও ব্রাভো ও জর্বি আলবার প্রসাব ও রক্তের নমুনা পরীক্ষা করেন। এতে খুবই অবাক হয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার মেসি। তিনি পরে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মাদক পরকীক্ষা! সন্দেহের তালিকায় আমাদের পাঁচজনকে রাখা হয়। এরমধ্যে একমাত্র আমারই প্রসাব ও রক্তের নমুনা নেয়া হয়েছে। খুবই অবাক করা কথা নয় কি?’ শনিবার স্প্যানিশ লা-লিগায় এস্পানিওলকে ৫-১ গোলে হারাতে মেসি করেছেন ক্যারিয়ারের ২১তম হ্যাটট্রিক। মওসুমে শুরুতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও সম্প্রতি দারুণ ফর্মে ফিরেছেন তিনি। লা-লিগায় ১৩ ম্যাচে ১৩ ও চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে ৫ ম্যাচে করেছেন ৭ গোল।

No comments

Powered by Blogger.