১৯ ফিলিস্তিনিকে আটক করলো ইসরাইল

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা পশ্চিম তীর থেকে ১৯ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাস ও অন্যান্যা অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটক ১৯ জনের মধ্যে ৫ জন ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাসের কর্মী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। নাবলুস ও রামাল্লাহ শহরের কাছে অবস্থিত কয়েকটি গ্রাম থেকে গত রোববার সকালে হামাসের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ৩ জনকে গ্রেপ্তার করা হয় হেবরন ও তুলকারম অঞ্চল থেকে। রামাল্লাহ, বেথেলহেম ও জেনিন শহরের কাছে অবস্থিত কয়েকটি শরণার্থী শিবির ও গ্রাম থেকে বাকিদের আটক করা হয় বলে জানান ওই সেনা মুখপাত্র। হামাসের ওই ৫ সদস্যকে গ্রেপ্তারের কারণ উল্লেখ করে তিনি বলেন, তারা ইসরাইলি যানবাহন লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা ছোঁড়ার অপরাধসহ অন্যান্য সহিংস কর্মকা- ঘটিয়েছে। বেসামরিক মানুষ ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ‘অবৈধ কার্যকলাপে’ জড়িত থাকার সন্দেহে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.