আর্জেন্টিনায় সুন্দরী প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা

আর্জেন্টিনার শিভলকয় শহরে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। আর্জেন্টিনার কোন স্থানে এমন নজির এটাই প্রথম। বুয়েন্স আয়ার্স এলাকার শিভলকয় শহর কাউন্সিল জানিয়েছে, এসব প্রতিযোগিতায় যৌনতা রয়েছে আর এগুলো নারীদের বিরুদ্ধে সহিংসতায় উৎসাহ যোগায়। এ খবর দিয়েছে বিবিসি। কাউন্সিল আরও বলেছে, এটা শারীরিক সৌন্দর্য নিয়ে উন্মাদনা তৈরি করে আর বুলিমিয়া (খাদ্য গ্রহণ সংক্রান্ত অস্বাভাবিক আচরণ, দ্রুত ওজন হ্রাসের প্রবণতা), অ্যানোরেক্সিয়ার (ক্ষুধাহীনতা) মতো রোগের জন্ম দেয়। উল্লেখ্য, উল্লিখিত উভয় সমস্যা মানসিক স্বাস্থ্য সমস্যার আওতায় পড়ে। লাতিন আমেরিকার দেশগুলোতে  সৌন্দর্য প্রতিযোগিতাগুলো বেশ জনপ্রিয়। শোবিজ জগতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে লাতিন নারীদের আগ্রহ লক্ষণীয়। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলোতেও তাদের উপস্থিতি উল্লেখযোগ্য। এ অঞ্চলের অনেক টিভি ব্যক্তিত্ব অতীতে বড় কোন সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। গড়ে তুলেছেন সফল ক্যারিয়ার। শিভলকয় শহর কাউন্সিল এখন থেকে তাদের শহরকেন্দ্রিক নানা উৎসব এবং বছরপূর্তি জাঁকজমকভাবে পালন করার ঘোষণা দিয়েছেন। আর এগুলোতে তারা উঠতি প্রজন্মের অর্জনের স্বীকৃতি দেবে বলে উল্লেখ করেছেন। এখন থেকে সৌন্দর্য প্রতিযোগিতার বদলে আয়োজন করা হবে মুখোশ আনন্দোৎসব। আর সেখানে পুরস্কৃত করা হবে স্বেচ্ছাসেবীদের। এদিকে, আর্জেন্টিনার বৈষম্যবিরোধী ওয়াচডগ প্রতিষ্ঠানের মারিয়ানো অ্যানটন স্কুলগুলোতে সৌন্দর্য প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার সংস্থা দেখেছেন, আর্জেন্টিনার বিভিন্ন প্রদেশে বিভিন্ন উঠতি বয়সী প্রতিযোগীরা সহিংসতার শিকার হয়েছেন। এর কারণ ছিল তারা অতিরিক্ত সুন্দরী।

No comments

Powered by Blogger.