যে কোন সময় জঙ্গিদের ফাঁসি কার্যকর

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন জঙ্গি কর্মকা-সহ গুরুতর বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত ৫৫ জঙ্গির প্রাণভিক্ষার আবেদন নাকচ করার পর মৃত্যুদ-ের রায় কার্যকরের বিষয়টি এখন আসন্ন। প্রেসিডেন্টের এ পদক্ষেপের অর্থ, পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দি ওই ৫৫ জঙ্গির মধ্যে বেশ কয়েকজনের ফাঁসি যে কোন সময় কার্যকর করা হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। পেশোয়ারের একটি সেনা পরিচালিত স্কুলে তালেবানের পরিচালিত বর্বরোচিত হামলায় ১৩২ স্কুলশিশুসহ ১৪৫ নিহতের ঘটনার পর শোকে মুষড়ে পড়ে গোটা পাকিস্তান। সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনার পরপরই ফাঁসি কার্যকরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ পর্যন্ত ৬ জঙ্গিতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, আগামী কয়েক মাসে বেশ কয়েক শ’ জঙ্গির ফাঁসি হতে পারে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি গতকাল এক বিবৃতিতে বলেছে, ৫০০ জঙ্গির ফাঁসি কার্যকরের পদক্ষেপ বেশ অস্বাভাবিক এবং এ সিদ্ধান্ত পাকিস্তানের বেসামরিক জনগণকে তালেবানের কাছ থেকে সুরক্ষিত রাখতে কোন ভূমিকা রাখবে না।

No comments

Powered by Blogger.