‘যে কোন সময় শিব উল্টে যাবে’ -আসম আবদুর রব

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আবদুর রব। বলেছেন, বিদ্যুৎ আমদানি-কুইক রেন্টালসহ গ্যাস-বিদ্যুৎ খাতে সরকার যে সকল চুক্তি সম্পাদন করে যাচ্ছে তাতে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে। বিদ্যুৎ খাতে সরকার জনগণের অর্থ লুটপাট নিয়ে ব্যস্ত। উচ্চ দামে বিদ্যুৎ ক্রয় করে হাজার হাজার কোটি টাকার অপচয় পূরণে দফায় দফায় বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানির দাম বৃদ্ধি করছে। বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান তিনি। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির অপতৎপরতার প্রতিবাদে জেএসডি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আসম রব বলেন, প্রত্যেক দেশের স্বৈরাচারী সরকারই শ্বাসরুদ্ধকর রাজনৈতিক অবস্থাকে স্থিতিশীল বলে আখ্যায়িত করতে চায়। তবে যে কোন সময় শিব উল্টে যাবে। সর্বশেষ সুন্দরবন ধ্বংসের ভয়াবহ বিপর্যয় সৃষ্টিতেও সরকার উদাসীন। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সকল প্রতিষ্ঠানকে যেমন ধ্বংস করে দিচ্ছে তেমনি বিশ্ব রাজনীতিতে একঘরে হয়ে যাচ্ছে। এই প্রতিক্রিয়াশীল স্বৈরাচারী-মিথ্যাবাদী-নির্লজ্জ-বেহায়া সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এমএ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দেলওয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.