পেশওয়ার হামলার খবর জানতো পাক-গোয়েন্দারা!

পাকিস্তানের সেনানিয়ন্ত্রিত স্কুলে হামলা চালানোর বিষয়ে আগাম সরকারকে সতর্ক করেছিল দেশটির গোয়েন্দা বাহিনী। হামলার তিন মাস আগে এ সতর্কতা জানিয়ে দেয়া হয়। পাকিস্তানের জিও নিউজ সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, গত ২৮ আগস্ট ‘৮০২ নম্বর’ সংকেত হিসেবে এ সতর্কতা জারি করা হয়। খাইবার-পাখতুনখাওয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তালেবান নেতা খাকসার তার দুই সহযোগী বিলাল ও ওবায়দুল্লাকে সেনা নিয়ন্ত্রিত স্কুলটিতে হামলার পরিকল্পনা করে। বিলাল ও ওবায়দুল্লাহ হামলার কথা স্বীকার করেছে। সতর্ক বার্তায় বলা হয়েছিল, “জঙ্গিরা প্রতিশোধপ্রবণ হয়ে উঠেছে। তারা সেনাকর্মকর্তাদের যতসংখ্যক ছেলে-মেয়েকে হত্যা করা যায়, হত্যা করবে।” সতর্ক বার্তায় অপ্রত্যাশিত যেকোন ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ও নিরাপত্তা বাড়াতে কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়। বার্তার লিখিত কপিও খাইবার-পাখতুনখাওয়ার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলাবাহিনীর কাছে পাঠানো হয়েছিল। গত ১৬ ডিসেম্বর পেশওয়ারে সেনা নিয়ন্ত্রিত স্কুলে তালেবান জঙ্গিদের ভয়াবহ হামলায় স্কুলটির ১৪০ শিক্ষার্থী নিহত হয়।–এনডিটিভি।

No comments

Powered by Blogger.