‘খালেদা জিয়া ন্যায়বিচার বঞ্চিত হচ্ছেন’

সরকার বিচার বিভাগকে ‘অন্যায়ভাবে’ প্রভাবিত করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল বলেন, ভিন্ন মত হলেই সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে তা দমন করছে। আদালতের মাধ্যমেই শেখ হাসিনা তার ১৫টি মামলা তুলে নিয়েছেন। এমনকি বিচারাধীন মামলাও তিনি তুলে নিয়েছেন। মামলার বাদী আজম জে চৌধুরী শেখ হাসিনাকে ঘুষ দিয়েছিলেন তা পত্রিকায় ফাঁস হয়েছিলো, সেই মামলার ট্রায়ালও শুরু হয়েছিল, কিন্তু তা থেমে গেছে। অথচ বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেয়া হচ্ছে। তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। ফখরুল আরও বলেন, এই সরকার মামলা মোকদ্দমা দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করছে। অনৈতিক ও অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা বিচার বিভাগকেও ধ্বংস করেছে। উচ্চ আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। যখন সরকার অন্যায়ভাবে বিরোধী রাজনীতিকদের হয়রানি করে তখন উচ্চ আদালতে গিয়ে আমরা রিলিফ পেয়েছি। কিন্তু এখন আদালতের আচরণে আমরা হতাশ।

No comments

Powered by Blogger.