‘বার্গম্যানের রায় পর্যবেক্ষকদের মতামত দেয়ার সুযোগ সংকীর্ণ করেছে’

আদালত অবমাননার অভিযোগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল (আইসিটি) ২রা ডিসেম্বর যে রায় দিয়েছে তা যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ায় পর্যবেক্ষকদের মতামত দেয়ার সুযোগ আরও সঙ্কীর্ণ করে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্ট এ কথা বলেছে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আন্তর্জাতিক আইনের গর্হিত লঙ্ঘনে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বিশেষ আইসিটি গঠন করা হয়। ট্রাইবুন্যালটি গঠিত হবার পর থেকে এর আইনি বিধিমালা, বিচারপ্রক্রিয়ার নিয়মকানুন এবং চর্চা নিয়ে নানা উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং আইনি বিশেষজ্ঞরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক পরিচালক রিচার্ড বেনেট বলেন, মতামত প্রকাশের স্বাধীনতাকে সম্মান দেখানোর পরিবর্তে আইসিটি তাদের কতিপয় সমালোচকের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া চালিয়েছে। আর এতে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের আপিল করার অধিকার নেই। তিনি আরও বলেন, বার্গমানের রায় সাংবাদিক আর মানবাধিকার রক্ষায় সচেষ্ট কর্মীদের উদ্দেশ্যে এক শীতল বার্তা পাঠিয়েছে, তা হলো- আইসিটি পক্ষপাতহীন সমালোচনা গ্রাহ্য করবে না।

No comments

Powered by Blogger.