আগামী অর্থবছরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ৪৫ লাখ কোটি

আগামী অর্থবছরের জন্য সামরিক বাজেট অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ১ অক্টোবর থেকে শুরু হওয়া অর্থবছরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ধরা হয়েছে ৫৮ হাজার ৪২০ কোটি ডলার (প্রায় ৪৫ লাখ ৫৬ হাজার কোটি টাকা)। এর মধ্যে ইরাক ও সিরিয়ার কট্টর সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি ডলার বা প্রায় ৪০ হাজার কোটি টাকা। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ৩০০-১১৯ ভোটে প্রতিরক্ষা বাজেট পাস হয়। এখন বিলটি সিনেটে পাস হতে হবে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যে ৫০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে তার মধ্যে রয়েছে অপারেশন ইনহেরেন্ট নামের অভিযানের জন্য মোতায়েন করা মার্কিন বাহিনীর জন্য ৩৪০ কোটি ডলার এবং ইরাকি কুর্দি বাহিনীকে দুই বছর প্রশিক্ষণ ও অস্ত্র দেয়ার জন্য ১৬০ কোটি ডলার। এছাড়া আফগানিস্তান, ইরাক ও বিশ্বের অন্য স্থানে সামরিক অভিযানের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৩৭ কোটি টাকা।
এএফপি

No comments

Powered by Blogger.