রোহিতের বিশ্বরেকর্ড

মাঝপথে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ দল দেশে ফিরে যাওয়ায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলংকাকে আমন্ত্রণ জানায় ভারত। সেই আমন্ত্রণে সাড়া দেয়ার জন্য এখন নিশ্চয় আফসোস হচ্ছে লংকানদের! প্রথম তিন ম্যাচে হেরে আগেই সিরিজ খুঁইয়েছে অতিথিরা। কাল কলকাতার ইডেন গার্ডেনে চতুর্থ ওয়ানডেতে লংকানদের স্রেফ লণ্ডভণ্ড করে দিলেন রোহিত শর্মা। ব্যাট তো নয়, যেন তরবারি নিয়ে নেমেছিলেন ভারতীয় ওপেনার। ১৭৩ বলে একাই করলেন ২৬৪ রান! লংকান বোলারদের কচুকাটা করে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি খেললেন রোহিত। সাবেক সতীর্থ বীরেন্দ্রর সেহওয়াগের ২১৯ রানের ইনিংসটি পেছনে ফেলে গড়লেন নতুন বিশ্বরেকর্ড।রোহিতের অগ্নিশর্মা রূপ ভারতকে পৌঁছে দেয় পাঁচ উইকেটে ৪০৪ রানের পাহাড়ে- যা ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোর।গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ২০৯ রানের এক অবিশ্বাস্য ইনিংস।কাল নিজের সেই কীর্তি ছাড়িয়ে রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত। তিনিই একমাত্র ব্যাটসম্যান, ওয়ানডেতে যার আছে দুটি ডাবল সেঞ্চুরি।২৬৪ রানের রেকর্ডভাঙা ইনিংসে নয়টি ছক্কার পাশাপাশি ৩৩টি চার মেরেছেন রোহিত। ওয়ানডেতে এটাই ইনিংসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড।

No comments

Powered by Blogger.