ছোট খবর

নয়াদিল্লি
চিকিৎসক গ্রেফতারভারতের মধ্যাঞ্চলে গণহারে বন্ধ্যাত্ব অপারেশনের দায়িত্ব পালন করা এক চিকিৎসককে পুলিশ আটক করেছে। বন্ধ্যাত্ব অপারেশনের পর ১৩ নারীর মৃত্যু ও অনেক নারী অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সিনিয়র এক কর্মকর্তা একথা জানান। ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর থেকে টেলিফোনে পুলিশ মহাপরিদর্শক পবন দেও এএফপিকে বলেন, ওই চিকিৎসককে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে হাজির করা হবে। এএফপিনাইপিদোঋণ সহায়তামিয়ানমারকে উন্নয়ন প্রকল্পে সহায়তার লক্ষ্যে জাপান ২৫.৮ বিলিয়ন ইয়েন (২৫৮ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ প্রদানের প্রস্তুাব দিয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি সূত্র এ কথা জানিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নাইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন। আসিয়ানে ২৫তম শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, জাপান সরকারের প্রদেয় এই ঋণের অর্থ মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় থাইলাওয়ার বিদ্যুৎ ও একটি বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে। এএফপিকায়রোবোমায় আহত ৭কায়রোর একটি মেট্রো ট্রেনের বগিতে বৃহস্পতিবার এক বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, মিসরে সম্প্রতি ব্যাপক সহিংস হামলা হয়েছে। সিনাইভিত্তিক জিহাদি সংগঠন আনসার বাইত আল-মাকদিস এই হামলাগুলোর বেশ কয়েকটির দায়িত্ব স্বীকার করে। খবর এএফপির। জিহাদি সংগঠনটি সোমবার ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। গত সপ্তাহে রাজধানীর উত্তরাঞ্চলের একটি ট্রেনে এক বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ চারজন প্রাণ হারায়।এএফপিব্যাংককবই নিষিদ্ধথাইল্যান্ডের রাজপরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য থাইল্যান্ডের রাজনীতি নিয়ে এক ব্রিটিশ সাংবাদিকের লেখা একটি বই পুলিশ নিষিদ্ধ করেছে। বৃহস্পবিার এক কর্মকর্তা একথা জানান। ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক অ্যান্ড্রিউ ম্যাকগ্রেগর মার্শালের লেখা এ কিংডম ইন ক্রাইসিস নামের বইটির বিক্রয় ও বিতরণ থাইল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশের এক মাস পর বইটি নিষিদ্ধ করা হলো। এএফপি

No comments

Powered by Blogger.