উন্মাদ জাওয়াহিরির টার্গেট তরুণরা -বিচারপতি শামসুদ্দিন

আয়মান আল জাওয়াহিরি ও তার জঙ্গি দল আল কায়েদা তরুণদের ‘টার্গেট’ করে ‘মগজ ধোলাই’ চালাচ্ছে মন্তব্য করে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক। উগ্রপন্থি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার মো. আসিফ আদনান (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী গতকাল এ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি ষড়যন্ত্র ও তৎপরতার যে সব তথ্য উঠে এসেছে, তা আশঙ্কাজনক ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে শুনানির পর আসিফ আদনানের জামিনের বিষয়ে আদেশের জন্য রোববার দিন রেখেছে আদালত। ওই সময় পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। গত সেপ্টেম্বরে ওই যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। হাইকোর্টের একটি বেঞ্চ গত সোমবার পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তাকে জামিন দেয়। আদালতে আসিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

No comments

Powered by Blogger.