মোমের বাড়িটি গলতে শুরু করবে ১৮ নভেম্বর

লন্ডনে কেবলমাত্র গলিয়ে ফেলার জন্য একটি মোমের বাড়ি তৈরি করা হয়েছে। অ্যালেক্স চিনিক নামের এক শিল্পী আট হাজার মোমের ইট দিয়ে বাড়িটি তৈরি করেছেন বলে জানায় ইয়াহু নিউজ।

একটি নান্দনিক প্রদর্শনীর মাধ্যমে আগামী ১৮ নভেম্বর এ শখের বাড়িটিকে গলাতে শুরু করবেন বলে জানান অ্যালেক্স চিনিক। গলতে গলতে বাড়িটি পুরো মিশে যেতে সময় নেবে ৩০ দিন। মূলত এ ৩০ দিনই চলবে মোমের বাড়ি গলে যাওয়ার প্রদর্শনি।
এর মাধ্যমে তিনি এ অঞ্চলের কয়েক শতক আগের মোম কারখানার ইতিহাস তুলে ধরবেন। গলিয়ে দেয়ার সময় বিভিন্ন কায়দায় গরম কিছু সরঞ্জাম ব্যবহার করা হবে।
রসায়নবিদ, মোম প্রস্তুতকারি প্রকৌশলিদের সহযোগিতায় ১২ মাস সময় নিয়ে তিনি বাড়িটি নির্মাণ করেছেন বলে জানান চিনিক।

No comments

Powered by Blogger.