দুটি ছড়া by আখতার হুসেন

বাড়ি কোথায়?
বাড়ি কোথায়? মির্জাপুরের
বাইপাস,
লেখাপড়ার দৌড় কত দূর?
‘হাই পাস’।
পড়ছ নভেল, গিলছটা কী?
ছাইপাঁশ।
বাজারে যা, আসবি নিয়ে
যা-ই পাস।

আফ্রিকা বাড়ি তার
আফ্রিকা বাড়ি তার আনুচিয়া আচিবে
ঠিক দুপ্পুর বেলা হাঁচিবেই হাঁচিবে।
হাঁচি দেয়া শেষ হলে
নিজেই নিজের কান
খুব করে মলেটলে—
কী যে হয় একলাই নাচিবেই নাচিবে!
তারপর ক্ষুর বার—
করে তাতে খুব করে
দেয় ধার, দেয় ধার—
তা-ই দিয়ে মাথা তার চাঁছিবেই চাঁছিবে!
সেই আনুচিয়া বলে
অশুভ এসব দিন
যাবে চলে, যাবে চলে
হাসিখুশি ভরা দিন আসিবেই আসিবে।

No comments

Powered by Blogger.