প্রেসিডেন্ট নির্বাচন-পাকিস্তানে মনোনয়নপত্র বিতরণ শুরু

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসি) প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে। ইসির এক কর্মকর্তা গত বুধবার এ কথা জানান। ইসির প্রধান কার্যালয়, প্রাদেশিক নির্বাচন কমিশনার ও হাইকোর্টে রেজিস্ট্রারের কাছ থেকে ১০০ রুপির বিনিময়ে মনোনয়নপত্র পাওয়া যাবে।
আগামী ৬ আগস্ট পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন। ওই কর্মকর্তা জানান, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ২৬ জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়ন বাতিল করতে চাইলে ২৯ জুলাইয়ের মধ্যে তা করতে হবে। আর ওই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়াদ শেষ হবে ৮ সেপ্টেম্বর। সংবিধানের ৪১(৪) অনুচ্ছেদ অনুযায়ী ৮ আগস্টের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে জারদারি জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন না। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.