এবার ব্ল্যাক বেল্ট পাচ্ছেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজপথের অদম্য লড়াকু হিসেবে খ্যাতি আছে। গত এপ্রিলে টাইম সাময়িকীর করা বিশ্বের প্রভাবশালী ১০০ নেতার তালিকায় নাম উঠেছিল তাঁর।
তবে এবার বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা কমিউনিস্ট সরকারকে হটিয়ে ক্ষমতাসীন এই তৃণমূল নেত্রীকে তাঁর 'ব্যক্তিত্বের' সঙ্গে কিছুটা সংগতিপূর্ণ খেতাব দিতে চলেছে কোরিয়ার একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ সংস্থা। মমতাকে তারা সম্মানসূচক ব্ল্যাক বেল্ট দেবে।
হিন্দুস্তান টাইমস গতকাল শনিবার জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলভিত্তিক মার্শাল আর্ট সংস্থা কুক্কিওন মমতাকে ব্ল্যাক বেল্ট খেতাব দেবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহামের সঙ্গে এক কাতারে দাঁড়ালেন মমতা। এ দুজনও কুক্কিওনের সম্মানসূচক ব্ল্যাক বেল্ট পেয়েছেন। পত্রিকাটি জানায়, মমতার আগে ভারতের মাত্র দুজন এ সম্মাননা পেয়েছেন। তাঁরা হলেন_বলিউডের অভিনেতা শাহরুখ খান এবং মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালথানওয়ালা (৭৩)। ধারণা করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মমতাকে এ খেতাব দেওয়া হবে।

No comments

Powered by Blogger.