গাজায় ইসরায়েলি হামলার ব্যাখ্যা দাবি

গত মাসে গাজায় একটি বাড়িতে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে হত্যা করে যুদ্ধবিষয়ক বিধিবিধান লঙ্ঘন করেছে ইসরায়েল। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাবি্লউ) গত শুক্রবার এ অভিযোগ করে।
নিউ ইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এভাবে বেসামরিক নাগরিক হত্যায় ইসরায়েলের ব্যাখ্যাও দাবি করেছে।
গাজাবিষয়ক এইচআরডাবি্লউর বিশেষ উপদেষ্টা ফ্রেড আব্রাহামস বলেন, 'কেন বেসামরিক নাগরিকদের বোমা মেরে হত্যা করা হলো_এ ব্যাপারে ইসরায়েলের জবাবদিহি করা উচিৎ।' আইনভঙ্গকারীকে যথাযথ সাজা দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
গত মাসে ইসরায়েলের আট দিনের গাজা অভিযানের সময় ওই বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। ওই বাড়ির কর্তা-ব্যক্তির নাম মোহাম্মদ জামাল আল-দালু (২৯)। তেলআবিবের দাবি, দালু 'চিহ্নিত সন্ত্রাসী'। তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এইচআরডাবি্লউ জানায়, দালু পুলিশের একজন নিম্নপদের কর্মকর্তা ছিলেন। সংস্থাটির মতে, দালু যদি বৈধ
সামরিক লক্ষ্যও হয়, তার পরও বেসামরিক নাগরিকদের বাড়িতে হামলা চালিয়ে এত সংখ্যক মানুষকে হত্যা করা আইনের আওতাবহির্ভূত।'
সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.