স্থলমাইনমুক্ত হলো আরো ছয় দেশ

স্থলমাইনের অভিশাপমুক্ত হলো আরো ছয়টি দেশ। দেশগুলো হলো_কঙ্গো, ডেনমার্ক, গাম্বিয়া, গিনিবিসাউ, জর্দান ও উগান্ডা। গত শুক্রবার জেনেভায় শেষ হওয়া পাঁচ দিনের সম্মেলনে এ কথা জানানো হয়।
সম্মেলনের মুখপাত্র লায়লা রুদ্রগিজ জানান, সম্মেলনের শেষ দিন গাম্বিয়া 'মাইন মুক্ত' দেশের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করে। তবে এবারের সম্মেলনে সবচেয়ে বড় চমক ছিল ডেনমার্কের অন্তর্ভুক্তি। দেশটি গত জুলাইয়ে ১৪ লাখ স্থলমাইন অপসারণের কাজ শেষ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী মাইনগুলো পেতেছিল। ন্যাটো সদস্যদের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রই এখনো স্থলমাইন অপসারণ-সংক্রান্ত মেইন বেন চুক্তিতে সই করেনি। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.