যুব সমাজকে সন্ত্রাসমুক্ত হতে হবেঃ প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুব সমাজের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘স্বনির্ভর বাংলাদেশ গড়তে যুব সমাজকে নেশা ও সন্ত্রাসমুক্ত হতে হবে। একই সঙ্গে যুব সমাজকে আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হয়ে সুনাগরিক হতে হবে।’’

বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভুল পথে পা না দিয়ে যুব সমাজ যাতে মাদকাশক্তির শিকার বা সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সেদিকে সবারই দৃষ্টি রাখতে হবে।”

এ সময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে উদ্যোক্তার ভূমিকা পালনের জন্য দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন প্রকল্প গড়া উদ্যোক্তাদের মধ্যে ১৫ জনের হাতে ‘জাতীয় যুব পুরস্কার ২০১২’ তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এখন পর্যন্ত অধিদপ্তর ৩৮ লাখ ৫০ হাজারেরও বেশি যুব ও যুব মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ১৯ লাখ ৫৬ হাজার জন নিজেদের কর্মসংস্থান করেছে। পাশাপাশি তারা অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও সচিব নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.