টাইটানিকের দুটি মেন্যু নিলামে বিক্রি

টাইটানিক জাহাজের খাবারের দুটি মেন্যু নিলামে এক লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। এর একটি যাত্রা শুরুর দিন (১০ এপ্রিল, ১৯১২) জাহাজটির প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য আয়োজন করা খাবারের মেন্যু। অন্যটি যাত্রা শুরু উপলক্ষে ১৯১১ সালের ৩১ মে আয়ারল্যান্ডের বেলফাস্টে আয়োজিত ভোজসভার।
মেন্যু দুটি গত শনিবার নিলামে তোলা হয়েছিল।
টাইটানিক ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। এতে এক হাজার ৫০২ জন নিহত হয়।
ব্রিটেনের ডেইলি মেইল জানিয়েছে, নিলামের আয়োজন করেছিল ইংল্যান্ডের হেনরি অলড্রিজ অ্যান্ড সন অফ ডেভিজেস নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। প্রথম শ্রেণীর যাত্রীদের খাবারের মেন্যুটি ৬৪ হাজার পাউন্ড রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। ভোজসভার মেন্যুটি বিক্রি হয়েছে ৩৬ হাজার পাউন্ডে। এই ভোজসভাটির আয়োজন করেছিল টাইটানিকের নির্মাতা প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড উলফ।
নিলামকারী প্রতিষ্ঠানের অ্যান্ড্রু অলড্রিজ জানান, নিলামের সময় অনেক লোক হয়েছিল। সারা বিশ্ব থেকে আগ্রহীরা অংশ নিয়েছে। খাবার পরিবেশনকারী এক ব্যক্তির ধাতব প্রলেপ দেওয়া ব্যাজও ৩৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। সূত্র : জি নিউজ।

No comments

Powered by Blogger.