রাজনীতি ছাড়ছেন এহুদ বারাক

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। সামরিক বাহিনী ও রাজনীতিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের এহুদ অনেকটা হুট করেই গতকাল সোমবার জানালেন, ২০১৩ সালের নির্বাচনের পরে তিনি আর রাজনীতিতে থাকছেন না।
তাঁর এ ঘোষণায় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের ভেতরকার মধ্য ও বামপন্থীদের দ্বন্দ্বে তীব্রতার আভাস পাচ্ছেন অনেকেই।
আগামী ২২ জানুয়ারি ইসরায়েলের আইনসভার সাধারণ নির্বাচন। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ ক্রমেই বাড়িয়ে চলেছে। ঠিক এমন সময়ে এহুদের রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণায় অনেকেই বিস্মিত।
তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এহুদ (৭০) জানান, আগামী নির্বাচনের পর তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, 'আমি রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছি না। আগামী তিন মাসের মধ্যে নতুন সরকার গঠন হচ্ছে। এর সঙ্গেই আমার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বের ইতি ঘটবে।'
ইসরায়েলের জোট সরকারে লেবার পার্টির সদস্য হিসেবে এহুদ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন ২০০৭ সালের মার্চে। সূত্র : এএফপি, সিএনএন।

No comments

Powered by Blogger.