লিবিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা আবু সাগুরকে গতকাল রোববার তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। দ্বিতীয়বারের মতো নতুন মন্ত্রিসভা পার্লামেন্টের সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়।


১০ সদস্যের একটি জরুরি মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছিলেন সাগুর। তবে তাঁর এ প্রস্তাব দেশটির পার্লামেন্টে ১২৫-৪৪ ভোটে নাকচ হয়ে যায়। একই সঙ্গে পার্লামেন্ট তাঁকে তাঁর পদ থেকে বরখাস্ত করে।
গত বছর লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। এরপর সাগুর ছিলেন লিবিয়ার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি এক বছরেরও বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এখন আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে পার্লামেন্টের আইনপ্রণেতাদের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে।

No comments

Powered by Blogger.