পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। গতকাল রবিবার তিনি এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন। ফলে চলতি বছর দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে উপসাগরীয় দেশটিতে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, সাংবিধানিক আদালত তিন মাস আগে ২০০৯ সালের নির্বাচিত এ পার্লামেন্ট পুনর্বহাল করেছিলেন।


কুয়েত টেলিভিশন জানায়, ২০০৯ সালের পার্লামেন্ট বিলুপ্ত করতে আমির একটি অধ্যাদেশ জারি করেছেন। সদ্য বিলুপ্ত হওয়া মন্ত্রিসভা জানিয়েছে, জুলাইয়ে তাদের পুনর্বহালের পর বৈঠক আয়োজন করতে ব্যর্থ হওয়াতেই আমির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। পার্লামেন্ট পুনর্বহালের পর বিরোধীরা এটি বর্জন করে। ৫০ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদের অন্তত ১৩ জন মন্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযো=গ আনে বিরোধীরা।
২০০৬ সালের পর এটা পঞ্চমবারের মতো পার্লামেন্ট ভেঙে দে=ওয়ার== ঘটনা=। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.