আযাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর নির্দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের অনুপস্থিতিতেই একাত্তরের মানবতাবিরোধী বিচারের কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।


ট্রাইব্যুনাল আদেশে বলেন, আবুল কালাম আযাদকে ট্রাইব্যুনালে হাজির হওয়া-সংক্রান্ত নির্দেশ গত ২৫ সেপ্টেম্বর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে ১০ দিনের মধ্যে হাজির না হলে আবুল কালাম আযাদের অনুপস্থিতিতেই বিচারের কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়। কিন্তু ১০ দিনের মধ্যে তিনি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাঁর অনুপস্থিতিতে বিচারকাজ শুরু হচ্ছে।
ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্র কর্তৃক আবদুস শুকুর খানকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১১ অক্টোবরের মধ্যে আসামিপক্ষের এই আইনজীবীর কাছে আবুল কালাম আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র ও অন্যান্য নথিপত্র হস্তান্তর করতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

No comments

Powered by Blogger.